বাসর ঘরের দোরে, কে গো তুমি প্রিয়!
তোমার প্রণয় ছলে- রাজরানি বেশে,
কত কথা মিশে আছে ভাবি অবশেষে;
তব চিবুকের 'পরে যেন স্পর্শ দিও ।
গলেতে ঝুলেছে দেখি, মুক্তকেশী মালা -
দু'হাতে শোভিছে মুক্ত, স্বর্ণ - জোড়া বালা,
পরনের শাড়ি খানি কত পরিপাটি;
চিবুকেতে হাত দিয়ে হাসো মিটিমিটি।


এ সিংহাসন পরেতে উথলে উঠেছে
যেন, তোমার হাসির ছোঁয়ায়; আজিকে
মোহিনী রূপের ক্ষণে, হৃদয় লুটেছে
আমার; সাক্ষাতে দেখি প্রণয় লাজুকে!
বলো তো সুষমা প্রিয়ে নন্দিনী মহুয়া-
কে ছড়াল, কে সাজাল ও রূপের ছোয়া!
           -----------