হে, সুভাষচন্দ্র বসু! নামেতে নেতাজি,
জানকী পিতা তোমার, মাতা প্রভাবতী;
ভারতবাসী শ্রদ্ধায়- মনে করে আজি,
ভদ্রতা - নম্রতা - গুণ করেছিলে সাথি।
শিক্ষক প্রেরণা নিয়ে হলে দেশপ্রেমী,
মুক্তির সংগ্রাম তরে দিয়েছিলে বাণী;
স্নেহপরায়ণ চিত্তে, তোমারে প্রণমি-
আপন প্রতিভা ক্ষণে তুমি ছিলে জ্ঞানী।


তোমার সকল কর্ম- জনহিত শুনি!
দেশের মুকতি ছিল, তোমার ভাবনা;
রক্তের বিনিময়ে যে-  ভারত রচনা!
'ফৌজ' করেছ গঠন, 'জয়হিন্দ' ধ্বনি;
আজও রয়েছ জানি প্রতিপদ সনে!
তুমি যে জীবিত সাথি, আমাদের মনে।
         ---------