আজ যে আবার সেই সুরে কথা বলে
গেছ, সেদিনের মন মাতানো সুরেতে-
সেই যে গভীর ঘরে, আড়ালে বুকেতে
আদরে ডাকিতে মোরে; সীমানায় চলে-
সেই কথা! আজ বলো সূর্য পড়ে ঢলে
পশ্চিম প্রান্তে; নবীন কথারা হাসিতে
হাসিতে আসে, অমর যে ভালোবাসিতে;
আজ পুনঃ ডুবে যাই আঁখিতারা জলে।


প্রেয়সী! দেখো- দূরেতে আলো জ্বলা ভোর,
নিশিময় ক্লান্ত দিন- বর্ষা আচ্ছাদিত;
আজ হল অবসান মুক্ত বাহুডোর-
তোমার আহ্বানে আজি আমি আহ্লাদিত;
এতদিন ভুলে ছিলে তাতে দোষ নাই-
আবার করিও দেখা নীরব সন্ধ্যায়।
         --------


#সনেট