অর্থ বোঝেনি, শিরাগুলি ভয়ে কাঁপে-
শব্দ হয়নি, আঁচড়ের দরদাম;
নিস্তেজ তুমি শেষ বিকালের ধাপে
বিশ্বাস ছিল হতাশায় অবিরাম।


রক্তের দাগে সৃষ্টির হাতছানি,
আজও অদ্ভূত বিশ্বাস কল্পনা
আগুনের শেষ সূর্যাস্তটা মানি
অবহেলা করি তোমার প্রাপ্যটা।