আজ তুমি ভিজে ভিজে এ সন্ধ্যায়-
একা একা চলিয়াছ আঁধারে কোথায়?


চারিদিকে চেয়ে দেখো শ্রাবণের দিন;
বরষা এসেছে আজ মনেতে নবীন-
জেগেছে মনেতে মোর প্রেম অভিসার,
প্রেমের বাসনা পথে দেখেছি তোমার।


মিলিবে শ্যামের সাথে আজ রাধারানি,
আঁধারে অপেক্ষায় আমি শুধু জানি;
বরষা ঝরিছে দেখো মনে ঝরো ঝরো
আমার এ রূপখানি তোমাতেই ধরো।


এভাবেই চেয়ে চেয়ে বেলা চলে যায়!
এই পথে বসে আছি দিও না বিদায়!
          -------


** ছন্দ: মাত্রাবৃত্ত


     পর্ব বিভাজন: ৮/৬ মাত্রায়।