প্রথম প্রহরে আগলে রেখেছ ভূমি,
উপুড় করেছ তখন ধূলায় এসে;
দ্বিতীয় প্রহরে শূন্যগর্ভ তুমি
যাবার বেলাটি আসে কত অনায়াসে।


তৃতীয় প্রহরে নির্বীজ ধানখেত
পড়ে থাকে যেন পাতা ঝরাবার কাল;
শেষের প্রহরে দেখো অশনি সংকেত
আমরা দুজন পুনরায় বেসামাল।