বলো হরি, হরি বোল!
কাকে যেন নিয়ে গেল কাঁধে করে-
কিছু দূরে মিশেছে যে রোল।


তার সব সুখশান্তি
নিমেষে মেলাল দূরে হাওয়ায়-
রাঙা সে উঠানে আজ প্রশান্তি!


যত দেনা, যত ঋণ-
অনায়াসে ভুলে গেল সবে যেন-
আজ শুধু তাহাতেই লীন।


সূর্য দেখবে আর না
একরাশী ক্ষোভ নিয়ে কারা যেন
বিদায় দিয়েছে সাথে কান্না।


কিছু লোক পিছে পিছে
বাইরে বেরিয়ে দেখি- নীরবেতে
পথঘাট লোকজন মিছে


এভাবে বইবে বাতাস
একে একে সবে যাবে অন্ধকারে
থাকবে উজ্জ্বল বুঝি আকাশ।
       -------