নিস্পন্দ শরীর; পা জোড়া আলগোছে-
সযতনে টুলের উপর তোলা আছে।


নীল ছাপাশাড়ি আর রংজলা ব্লাউজ
বাড়তি টাকার লোভে হয়ে ওঠা পিলসুজ।


চেয়ে দেখে নবশিল্পী, শিক্ষানবিশ
স্থিরচিত্রের সাথে কৌণিক দূরত্বে অহর্ণিশ।


প্রৌঢ়ার মুখে আছে বসন্তের আলো
বলিরেখা! সেটাও অবশ্য ছড়ালো।


শুধু চোখের দুটি তারায় আলোর বিন্দু;
এক দৃষ্টিতে তাকিয়ে থাকা অনাবিল ধূ ধূ।


শিল্পীর টানে আমি রক্তমাংসের জড়বস্তু
বিধাতা হেসে বলে তথাস্তু! তথাস্তু!