একগোছা স্বপ্ন আঁকা ছিল ওই চোখে-
সাজিয়ে রেখেছি অতীত ও বর্তমান;
জলন্ত লাভার লজ্জাপূর্ণ দরজায়
কেন ভিজে গেছ সেই পথে অকারণ।


সূর্যাস্ত অদ্ভুত! গায়ে তার লালরোদ
পরম যতনে সেই প্রেম নিবেদন;
তোমার বিশ্বাস ভাঙা দেয়ালের কাছে
জাগিয়ে তুলেছি অজানা সে নিমন্ত্রণ।


প্রতি রাজপথে আজ আগুনের বাস
পুড়ে গেছে চোখ গোপন সে হামলায়!
বারোমাস জাগি তোমার কাছে ঈশ্বর
রাতপরী আমি তোমার সে কলিজায়।