আজ তুমি রং মেখে এসেছ আমার
দোরে, কত সাজে নানা আবিরের লাজ;
তোমার মাঝেই দেখি এ রূপকথার-
হাজার রূপের তলে এদিনের সাজ।
চেয়ে চেয়ে দেখি আমি হাসি বারবার
কে মাখালো এত রং এতই আনন্দ!
আমার জায়গা নেই রং মাখাবার;
রাঙা চুলে, রাঙা গালে, রাঙা মুখে ছন্দ।


আবার আসিবে যবে এ হোলির দিন
তুমিই আসবে আগে আমার এ কাছে!
নিজ হাতে নব রঙে করিব রঙিন-
তোমাকে আপনে দেব সেই রঙ আছে;
তোমার পলক মাঝে রঙিন আপন-
তুমি যে আমার ঘরে বসন-স্বপন।