ভালোবাসা মানে অন্য পৃথিবী জানি
চেনা অক্ষরে একদল অনুভূতি;
যেখনে শব্দ শুধু আদিম চাহুনি
অবশেষ নেই সবটাই প্রস্তুতি।


চেনাজানা ভাষা আর বহুযুগ আগে
ভালোবাসা মানে সন্ধ্যা-আবেগ-নদী;
নীরব সময়ে কবিতার অনুরাগে
তোমার ঠোঁটেতে কামড় বসাই যদি।


জনহীন ছোঁয়া আবেগ ও বিশ্বাসে-
তোমার আগুন নিভে যেতে থাকে বুকে;
ভালোবাসি আজ ঘন বর্ষার ঘাসে
চেনা শহরের আবেগ বিছানা সুখে।
          ------