পাশাপাশি বসে আছি পলাশ-শিমূল
হরেক লোকের মাঝে কীবা শোভাতেই;
দিয়েছ উজার করে একমাথা চুল-
তুমি প্রিয় আজ দিলে সব আমাতেই।
ঘুমিয়ে পড়েছ তুমি মোর বাহুপাশে
আমার মনেতে বহে ঘন দীর্ঘশ্বাস!
সবাই এমনতর যারা ভালোবাসে-
এই পথ, এই যাত্রা হোক অবিনাশ।


চাহিয়া দেখেছি আমি প্রণয়ললাট
গভীর হৃদয় তোমা করি অনুমান;
মনের দুয়ার মোর কত পরিপাট
তুমি আমি এক সুরে দ্রুত বহমান।
তোমার শরীর জুড়ে সজল প্রশান্তি-
তোমার বিহনে মোর হৃদয়ে অশান্তি।