সেদিন সন্ধ্যায় আমি এক সনেটের
জন্ম হতে দেখেছি যে! পনেরো কি ষোলো,
পরনে হলুদশাড়ি ছিল কুমারীর
সাথে তার হাতে ধরা চাপদাঁড়ি ছেলে;
তার ছিল পায়জামা ধপধপে সাদা
পলাশের দিন ছিল মাঘের পঞ্চমী
নবীন সে কেশ জুড়ে আবেগের চাওয়া-
ভিড় ঠেলে নেমে এসে কুচি ধরে তার।


গাছের পাতায় যেন নবীন পাপড়ি,
আলগোছে ঠোঁটখানি লাল হয়েছিল-
মায়ের ব্লাউজ ছিল কাঁধে ঢিলাঢিলা
জিন্স পরা সেই পায়ে বাসন্তিকা শাড়ি
হেসে ছিল হাত ধরে শেষ বন্দনায়
তার সে চোখের পরে সনেট পেলাম।
         --------