বৃষ্টিরানি আজকে তুমি দেখতে শরৎমুখী!
বৃষ্টিরানি আজকে বোধহয় তুমিই সবার সুখী।
তোমার ঘরে মেঘ ডেকেছে, মেঘ ডেকেছে দোরে-
মেঘের ডাকে ঘুম ভেঙেছে, ঘুম ভেঙেছে ভোরে।


আজকে তোমার সুখের লগন বৃষ্টিজমা মাঠ
আজকে তুমি মনভাদরে ভীষণ পরিপাট;
কমলারঙের শাড়ি পরেই মুখটি চাঁদের পানা
অনেক দিনের পরেতে আজ তোমার হল জানা।


আজকে আমার মনেই হল রাতের বেলায় কথা-
যখন তুমি একলা হবে তোমার নীরবতা;
তুমি শুয়ে তোমার ঘরে বকুলবেলার প্রেমে-
শেষপ্রহরে সাজব আমি কথার মোহে থেমে।


তুমি ভীষণ মান করেছ! মানের অভিমানী
তোমার ঘরে রৌদ্র এলে আমিই আগে জানি;
তোমার দোরের স্বপ্নমালা আমায় দেবে ধার
তোমার মুখে থাকব চেয়ে আমি বারংবার।
            --------