স্মৃতিবাহী আজ আগন্তুক বনভূমি
পূর্বপুরুষের, পুরানো মলাট মুখ-
ভালোলাগা অঙ্ক সেই শিখিয়েছ তুমি
পরিমিতি ঠেলে শরীরী বিভঙ্গে সুখ!


পদ্মপ্রান্ত ছুঁয়ে দেখি যুবতী শরীর
সিঁড়ি, উপবন সেখানে বর্ণনাময়;
প্রস্তর ভূমিতে নিশানা রক্তনদীর
লতিয়ে চলেছি শব্দ সাথে সীমানায়।