কত না শোকের থেকে আজ উঠিয়াছ
জেগে; তোমার আঁচল আজও ভেজা আছে-
চোখে জল অবিরত; বেদনারা কাছে
কেউ নেই, কাছে নেই, আজ বুঝিয়াছ!
সব দুঃখ সয়ে আজও তুমি বেঁচে আছ
দহন জ্বালার প্রাণ আসে তোমা মাঝে-
তোমার সকল দান অবসাদে বাজে
দূরে চাঁদ পানে চোখ মেলে শুনিয়াছ।


যে যাবার সেইতো গেছে বলে কতজন
পাশে এসে বলে গেছে সমব্যথী প্রাণ;
সে যে তার একমাত্র আঁচলের ধন-
শত শত ভালোবাসা বিঁধির সমান!
কাল বুঝি চলে যায় সময়ের দানে-
কিছু ঋণ শোধ করো আপনার গানে।
          -------


** কবিতাটি আসরের কবি রিঙ্কু রায়-কে উত্সর্গ করলাম।