ঝরঝর বাতাসের এ মল্লিকা মন
তোমাকে পড়িল মনে আজিকে এখন।
আকাশে বাদল মেশে বাতাসের গায়-
আমি আজ চেয়ে আছি তব মহিমায়।


আমার ঘরের দোরে জল সারিসারি
দুলিছে গাছের পাতা কতই বাহারি।
একমনে তারা যেন সুর তুলে যায়-
আমি আজ ভাবি বসে সেদিন শোভায়


নীরব প্রকৃতি যেন অপরাহ্ণবেলা
এ নয়নে আজ শুধু শ্রাবণের মেলা।
সারাটি বছর যেন থাকি অপেক্ষায়-
তোমাকে ভাবিব বসে শ্রাবণধারায়।


সেদিন শ্রাবণ ছিল এলোচুলে তুমি
তোমার মাঝেই ছিল মোর মেঘভূমি
আজ তুমি নেই কাছে এসেছে শ্রাবণ-
শ্রাবণে বলিব কথা যত আলাপন।