সুফিয়া মমতাজ (কাব্যগ্রন্থ) : ৩৩ (১৪/১১/২০১৮) অংশের পর-


             ।।৩৪।। মন ভালো নেই
প্রতিদিন ওঠে নবীন সূর্য ফজর নমাজ শেষে-
সব ঠিক আছে, সব কিছু আছে, তুমি থেকো সেই বেশে।
সূর্য উঠিছে, পাখি সব ডাকে, কত বায়ু সুরে বয়-
কোলাহল দিন কত কথা আসে নবীনতা অসহায়।
সেই শীত গেল, গ্রীষ্মও গেল, বরষা হইল শেষ;
এক এক করে বছর ঘুরিল তুমি না ফেরার দেশ।
যে বা চলে যায়, সে আর আসে না সময় নদীর স্রোতে-
এ বাস্তবতা মেনে নিয়ে চলি জীবনের বিপরীতে।


তোমার সে গতি নেহাত তুচ্ছ মনের গতির কাছে;
এক লহমায় কত কিছু ভাবি কতই ভাবার আছে।
আকাশকুসুম কবিকল্পনা কিছু তার মিল নেই!
ভাবনা সকল ওলটপালট নীরব এ সময়েই।
কত কথা যেন মনে চলে আসে স্বপ্নের শিশুবেলা
এক ঝটকায় কত আবদার আঁচল ধরা সে খেলা।
সবই পেরেছি রাখতে স্মরণে এটাইতো পরিতাপ;
সময় গতিতে সব হেঁটে যায় মন মাঝে অভিশাপ।


কত কথা আসে কত স্মৃতি আসে সকাল দুপুরবেলা;
প্রকৃতির মাঝে আপন কথাতে সেই সুরে করি খেলা।
গাছের পাতায় রোদের কিরণ পাতায় পাতায় হাসি;
সেই গাছ মাঝে কপোত-কপোতী কত তার মেলামিশি।
আকাশের চাঁদ বিদ্রূপ করে, আকাশের তারা যত;
নীরব সময়ে তারা চেয়ে দেখে আমার জীবন ক্ষত।
গাছে গাছে আসে কত রাঙাফুল ঘুরে ফিরে আসে অলি
আমার মনের গোপন সে কথা আজকে কাহারে বলি।


তুমি গেছ প্রিয় গোপন বাতাসে আবেগে ভেসেছে মন;
ছয়ঋতু জুড়ে বারোমাস ধরে তোমায় রোমন্থন।
সারা বাড়ি জুড়ে কত হাসিখুশি সব আজ হয় দূর-
উঠানে তাকাতে মনে ভেসে আসে স্বপ্ন বেদনাবিধুর।
প্রতিদিন আজ সূর্য উঠিছে আবার অস্তবেলা;
এর মাঝে প্রিয় তোমাকেই খুঁজি মনে নেই অবহেলা।
দিনগুলি আসে কত কিছু নিয়ে, মন আজ ভালো নেই-
চোখের পাতায় দুইফোটা জল চলে এল সহজেই।
               ----------
** চলবে।