সুফিয়া মমতাজ (কাব্যগ্রন্থ) : ৪৭ (২৮/১১/২০১৮) অংশের পর-


               ।।৪৮।। ভালো থেকো প্রিয়
ভুলি না কখন, ভুলব না প্রিয় যেখানে থাকিবে তুমি;
আগলে রাখিব, যতনে রাখিব তোমার আপন ভূমি;
আমার ঘরেতে তোমার এ বাস তোমার গলার হার;
সকল রাখিব যতনেতে তুলে করেছি অঙ্গিকার!
তোমার স্মৃতি, তোমার মুরতি হৃদয়ের মাঝে গড়া-
সকালসন্ধ্যা প্রতিদিন মাঝে তোমাকেই মনে পড়া।
আমার চোখেতে তুমি নীলমণি, তুমি মোর মনোপ্রিয়া;
সারা অঙ্গেতে আজ লিখে রাখি প্রিয় যে তুমি সুফিয়া।


ভালো থেকো প্রিয়! চিন্তা কোরো না আমরা আছি তো সখী;
চিরনিদ্রায় শায়িত যে তুমি ভোলাইয়া রেখেছ আঁখি।
তোমার কর্ম, তোমার স্বপন পূরণ করার প্রয়াস;
জীবন থাকিতে রেখেছি যে জারি এই করি অভিলাষ!
তুমি যা ভেবেছ হয়নি পূরণ করিব আমরা সবে;
তোমাকে নিয়েই স্বপন মোদের আমাদের মাঝে রবে।
যতদিন যাবে কালের স্রোতে তোমায় ভাবিব তত;
ভালোবাসিবার সাধ নেই আজ তবু বাসি অবিরত।


তুমি আজ নেই কাছেতে আমার- দেবে না ডাকেতে সাড়া;
দিবানিশি এসে চোখে দিয়ে যেও শুধু দুখ বারিধারা।
তোমার স্বপ্ন, তোমার সাধনা পূরণ করব প্রিয়;
দূর থেকে শুধু এই অভাগারে শুধুই আশিস দিও।
তোমার ছেলে- তোমার মেয়ে- বড়ো হবে একদিন;
হৃদয়ের টানে ঘুচাবেই জানি তোমার সকল ঋণ।
তোমার দুহিতা তোমার মতন, মেয়ের মাঝারে তুমি-
ছেলের চোখেও তোমার স্বপ্ন, হৃদয়ে তোমার ভূমি।


মহান প্রভু, মহান আল্লাহ! পরম ক্ষমতাবান;
তার চোখে আজ ভালো ও মন্দ সব কিছু মহীয়ান।
এই বুঝি তাঁর এ প্রসন্নতা তোমাতে করেছে আনি;
আল্লাহ্ আজ মার্জনা করো সকল গোনাহ গুনি।
দোয়া করি প্রিয়, দোয়া করি মনে ভালো থেকো মোর সখী!
স্মৃতি ঝরনায় থেমে যাব আমি যতনে তোমায় রাখি।
তোমার ভাবনা, তোমার স্বপন তোমার সকল হাসি;
মহান আল্লাহ্ করিবে তোমায় করিবে জান্নাতবাসী!
              -------
** সমাপ্ত।