আমার স্বপন মাঝে তুমি দিয়ে যাও
উঁকি বারে বারে! যেন, কথা বলো এসে
সেই প্রিয় সুরে সুরে; শুধু ভালোবেসে
আমার ঘুমের থেকে আমাকে জাগাও।
তোমার নয়ন দুটি লুকিয়ে বাড়াও-
কবেকার মহিমার গোপন সে বেশে!
কত কথা শুনি যেন কাছে হেসে হেসে-
দেখা যদি দিলে প্রিয় ক্ষণিক দাঁড়াও।


আমি যে তোমাতে আছি! করেছি বন্দনা
সোহাগ পথেতে; আঁকি নিত্য লিপি-সুর
আমার ভুবন দ্বারে! ওগো প্রিয় শশী!
মোর আলাপন সাথে তোমাকে রচনা
করেছি গোপনে, আমি থাকি বহুদূর।
তাইতো স্বপনে রোজ তব কাছে আসি।
          ----------