আবছা আলোয় তোমার শরীর কাত
সেই দীর্ঘশ্বাস ফেলে রাখা কুয়াশায়-
পথের মাঝেতে নিমেষে হারালে তুমি
সেইদিন হতে গোপন ভালোবাসায়।


আমার মতই তুমিও এসেছ ফিরে,
একা হয়ে আসে গোপন বাতাস ভূমি;
তুমিও মানুষ ভরা থাকে যাতনায়।
নিভৃত যতনে আমার ছিলে তো তুমি!


ভোরের বাতাসে তুমি আলোয় উজ্জ্বল;
পথে পথে ছিল অনাগত হাতছানি;
সব ফেলে দিয়ে বন্ধ ঘরের মাঝে-
আমি একা নই, তোমাকে প্রিয়তি মানি।
               --------