কাল শেষরাতে তোমার সাজানো চুলে বিনুনি কেটেছি!
আমার আঙুলগুলি তোমার চুল হয়ে ছিল সারারাত;
শতরূপে স্বপ্নমালা আদরে-সোহাগে ও চুলে এঁকেছি।


আঁখিদুটি মুদে আমি সেখানেই ভালোবেসে গেছি-
সোহাগের নানারূপে বিছানায় তুমি ছিলে কুপোকাত;
কাল শেষরাতে তোমার সাজানো চুলে বিনুনি কেটেছি।


আমার বুকের মাঝে যতনে তোমাকেই আমি রেখেছি
সারাটি জীবন যেন এভাবেই তোমাতে করি প্রণিপাত;
শতরূপে স্বপ্নমালা আদরে-সোহাগে ও চুলে এঁকেছি।


তোমার চুলের মালা গুছিয়ে গুছিয়ে এ বুকে রেখেছি
বুঝিনি কখন যেন জেগে গেছি, এসেছে নবীন প্রভাত;
কাল শেষরাতে তোমার সাজানো চুলে বিনুনি কেটেছি।


চরম প্রণয়কালে আমার বসন দিয়ে তোমাকে ঢেকেছি
সেখানে আমি তুমি মিলেমিশে যেন সলিলসখাত;
শতরূপে স্বপ্নমালা আদরে-সোহাগে ও চুলে এঁকেছি।


আমি সোহাগের কাছে নত! তাই চেয়ে চেয়ে দেখেছি-
তুমি জড়িয়েছ আমাকেই, সোহাগের নিয়তপ্রপাত;
কাল শেষরাতে তোমার সাজানো চুলে বিনুনি কেটেছি
শতরূপে স্বপ্নমালা আদরে-সোহাগে ও চুলে এঁকেছি।
              -------------
# ভিলানেল।