এ ঘাটের পারে আমি আছি একা,
ওপারেতে দাঁড়িয়েছ তুমি;
দূরের থেকে ভালোই গেছে দেখা
আজকে যেন আমি অন্তর্যামী।


আমার দেশে আজ কতই খুশি
সব ধেয়েছে তোমার পানে;
গভীর জলে নামতে ভালোবাসি
আমি আসব তোমার টানে।


আমার ছিল কত বলার কথা
অনেক কিছুর নেই অর্থ;
চুপিসারে আজ থাকো তুমি সেথা
প্রেম ভুবনে আছে সামর্থ্য।


চোখের জল ডুব দিয়েছে পথে-
শুকিয়ে গেছে পুকুর ধার;
আমি চলি তোমার চেনা রথে
উজানে আমরা বারবার।
     -------