সবুজের সারি এই নদী ইছামতী
ভালোবাসা ছিল চিরন্তনী বিকাল;
দাঁড়িয়ে দেখেছি এ জন্মের ঠিকানা-
এখানে আবার পাহারায় পরকাল।


স্বপ্নের সাধ ছিল ভালোবাসাময়
প্রিয় অনুভূতি মরে যেও একদিন;
বারবার ডেকে আমিও ক্লান্ত হই
দিনান্তে কিছু স্বপ্নশুদ্ধ ঋণ।


অতঃপর আমি ফেলে আসি কলরব
জন্মের সাথে বেঁচে থাকে উৎসব।
          ------