তুমি ভালো থেকো ফুল-পাখি হয়ে
ভালো থেকো শুধু এ যাতনা সয়ে;
আমার হৃদয় মনে ভালো থেকো
ফুল সৌরভে কথাগুলি এঁকো।


আমার জনম সবুজপাতায়
রঙিনফুলের সে নিশানায়;
ফুল শতদল খুশিতেই মেখো
গোপনঘরে আড়াল করে রেখো।


তোমার শরীরে আমার শরীর
দুই হাতে ধরা শান্ত সে নীড়;
চুলের মাঝের একরাশ ঢল
তোমার মুখেতে দেখি অবিচল।


মাঠভরা আজ কতশত ধান
নদীর কিনারে ভাটিয়ালি গান;
আকাশ মেঝেতে মিটিমিটি তারা-
তোমার শিশিরে আজ খুশি হারা।