ভালোবাসি আমি জনমের ভূমি ভালোবাসি
ভালোবাসি ভেলা মোর ছেলেবেলা ভালোবাসি;
ভালোবাসি জল দুয়ারের হাট
ভালোবাসি জমি চারিদিকে পাট!
ভালোবাসি।


ভালোবাসি হাঁক মায়ের সে ডাক ভালোবাসি
ভালোবাসি খালা শিশু পাঠশালা ভালোবাসি;
ভালোবাসি দিন চেনা বটতলা
ভালোবাসি পথ যত কানমলা!
ভালোবাসি।


ভালোবাসি তিল চিনেচোরা বিল ভালোবাসি
ভালোবাসি নীড় ঠাকুর শিবির ভালোবাসি;
ভালোবাসি মাঠ ডাংগুটি খেলা
ভালোবাসি ভোর দশমীর মেলা!
ভালোবাসি।


ভালোবাসি চুল সরিষার ফুল ভালোবাসি
ভালোবাসি কুজো কার্তিক পূজো ভালোবাসি;
ভালোবাসি তারা হরেন দোকান
ভালোবাসি গাছ শত অভিমান!
ভালোবাসি।


ভালোবাসি নীপ সন্ধ্যাপ্রদীপ ভালোবাসি
ভালোবাসি দল সজল-কাজল ভালোবাসি;
ভালোবাসি সুর আগুনের ঋণ
ভালোবাসি আল বিঘা সাড়ে তিন!
ভালোবাসি।


ভালোবাসি ঢাল শাপলার কাল ভালোবাসি
ভালোবাসি পাটি ভাদরের আঁটি ভালোবাসি;
ভালোবাসি সেই আঊসের ধান
ভালোবাসি ধূপ নমাজ-আজান!
ভালোবাসি।