আসরের একটি কবিতা ও তার ভালোমন্দঃ ২  
ডঃ সুজিতকুমার বিশ্বাস
---------------------------------------------------------------------------
কবিতার নামঃ  বুদ্ধি বোঝাই!
কবির নামঃ  তমাল ব্যানার্জি
কবিতা প্রকাশের তারিখঃ ১৭/০৫/২০১৯
কবি এই আসরে আছেনঃ ১ বছর ৯ মাস
কবির প্রকাশিত কবিতার সংখ্যাঃ ১৪৬টি
কবিতাটি এখানে বেছে নেবার কারণঃ ‘গত সপ্তাহের ৮টি কবিতা’ য় কবিতাটি স্থান পেয়েছে।
-----------------------------------------------------------------------------
কবির লিখিত কবিতাঃ
কে ভেঙেছে, কে ফেলেছে,
কে ছুঁড়েছে ঢিল!
বেবাক সবাই, হচ্ছি জবাই,
পাই না খুঁজে মিল।


বিদ্যে বোঝাই বাবুমশাই,
বুদ্ধি তাদের খাসা!
রাজনীতিটা এবার শুধুই
সাগরেতে ভাসা!!
----------------------------------------------------------------------------
১) কবিতার কাব্যিকতা
কবির এই কবিতাটি বেশ সুন্দর ও অর্থবহ। সমস্ত দিক বিচার করে বলা যায় কবিতাটির কাব্যবোধ যথার্থ। কবিতায় কাব্যিকতার প্রকাশ পাওয়া যায়। রূপকের আড়ালে এক সুন্দর নিবেদন।
---------------------------------------------------------------------------
২) কবিতার পর্ব বিভাজন ও মাত্রা বিশ্লেষণ-
কে ভেঙেছে, /কে ফেলেছে, =৪/৪
কে ছুঁড়েছে /ঢিল! =৪/১
বেবাক সবাই,/ হচ্ছি জবাই, =৪/৪
পাই না খুঁজে /মিল। =৪/১


বিদ্যে বোঝাই /বাবুমশাই, =৪/৪
বুদ্ধি তাদের /খাসা! =৪/২
রাজনীতিটা /এবার শুধুই=৪/৪
সাগরেতে /ভাসা!!=৪/২
** বানান সহ অন্যান্য ক্ষেত্রে পরিমার্জন করা হয়নি।
---------------------------------------------------------------------------
৩) কবিতার ছন্দ লিপিকরণঃ  
ক) ছন্দরীতি- স্বরবৃত্ত ছন্দ / দলবৃত্ত ছন্দ
খ) মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১  মাত্রা এবং রুদ্ধ দল- ১ মাত্রা।
গ) পর্ব-  ৪/৪/৪/১-২ মাত্রায়। অর্থাৎ পূর্ণপর্ব ৪ মাত্রা, অপূর্ণ পর্ব- ১-২ মাত্রা।  
ঘ) চরণ-২ পর্বের
ঙ) স্তবক- ২ টি  
চ) মিল- পদান্তিক। খ#ঘ
ছ) পঙক্তি – ৮ টি। সমস্ত পঙক্তি সমমাত্রিক।  
জ) লয় -  দ্রুত।
ঝ) বিশেষত্ব-  সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে লেখা।
ঞ) ছন্দ বিষয়ে মন্তব্য- খুব ভালো।    
----------------------------------------------------------------------------
৪) কবিতার সাত-সতেরোঃ  
ক) বিষয় নির্বাচন- ভালো  
খ) কবিতার শ্রেণি/প্রকৃতি- মানবতাবাদী কবিতা।  
গ) কবিতার আবৃত্তিপাঠ- যথার্থ ও সুন্দর।  
ঘ)  কবিতা অনুযায়ী ভাব- অনবদ্য।
ঙ) লেখার কাঠামো- ছড়া
চ) প্রকাশ ভঙ্গি ও প্রকাশের ধারা- খুব ভালো।
ছ) ভাষা ব্যবহার রীতি- সুন্দর।
জ) কবিতার সৌন্দর্য- খুব ভালো।
ঝ) অভিনব রচনার তাগিদ- উপলব্ধ।
ঞ) কবিতার শিরোনাম যথার্থ।
-----------------------------------------------------------------------------
৫) কবিতায় ব্যাকরণ প্রয়োগ
ক) কবিতার ভাষাগত কাঠামো- ঠিক আছে।
খ) অন্ত্যমিল- যথার্থ।
গ) ছেদ যতি-  ঠিক আছে।
ঘ) অলঙ্কার- ভালো।
ঙ) বানান- ঠিক আছে।
চ) ক্রিয়ার কাল- শুদ্ধ
ছ) ভাষার পদক্রম- মানানসই
জ) ক্রিয়াপদের ব্যবহার- সতর্ক
ঝ) বাক্যের আকার- সাধারণ
ঞ) সমাস বদ্ধ পদ- ঠিকঠাক
--------------------------------------------------------------------------
৬) কবিতার মূল বিষয়বস্তু- (কবিতার উপজীব্য)ও প্রয়োজনীয় আভিধানিক অর্থ/টীকা
অতি সম্প্রতি কলকাতার একটি কলেজ প্রাঙ্গণে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলে কতিপয় রাজনৈতিক দুষ্কৃতি। সেই বিষয় নিয়ে রূপকের আড়ালে কবি নানা উপমা ব্যবহার করে এই কাব্য রচনা করেছেন।
--------------------------------------------------------------------------
৭) কবিতায় প্রাপ্ত মন্তব্য ও কবির উত্তর (আজ পর্যন্ত)
ক) কবিতার প্রশংসামূলক- ১০
খ) কবিতার ব্যাখ্যামূলক ০
গ) দুর্বলতা/ সংশোধনমূলক- ০
ঘ) সাধারণ ২
ঙ) অন্যান্য ০
চ) কবির উত্তর ০ (উত্তর দেন নি)
---------------------------------------------------------------------------
৮) কবিতার সার্বিক মান- (কবিতাটি আমার চোখে)।
ক) কবিতার পূর্ব প্রস্তুতি আছে বলে মনে হয়।
খ) সুন্দর রুচি গঠনের পরিচয় বহন করে।
গ) মাননিক দৃষ্টিভঙ্গীর পরিচয় পাওয়া যায়।
ঘ) মৌলিকত্ব অর্জন
ঙ) কল্পনা ও অনুভূতির সমন্বয় আছে।
চ) ছন্দ সুর আবেগের কারুকাজ
ছ) ভাষা ব্যবহারে রীতির অনুসরণ
জ) দুরূহ হলেও দুর্বোধ্য নয়;
ঝ) শব্দের সহযোগ লক্ষণীয়
ঞ) জীবনবোধ যুক্ত রচনাশৈলী
---------------------------------------------------------------------------
৯) উৎকর্ষতা / দুর্বলতা (পোস্ট মর্টেম)  
ক) কবিতাটি ছন্দ মেনে লেখা।
খ) শব্দচয়ন ভালো
গ) উপমা চিত্র কল্পের ব্যবহার
ঘ) শব্দের সৌন্দর্য সৃষ্টি
ঙ) কাব্যব্যঞ্জনা প্রকাশ
চ) অপর প্রখ্যাত কবির রচনার সাথে সামঞ্জস্যঃ নেই।
ছ) আসরের নিয়ম অনুযায়ী কবিতার বিষয়ঃ ঠিক আছে।
জ) নিজের মনের আনন্দ প্রকাশ
ঝ) শব্দে ও বাক্যাংশে সূক্ষ্ম কারুকাজের প্রয়োজন
ঞ) সক্রিয় অদ ধযাবসায়ের প্রয়োগ।  
----------------------------------------------------------------------------
১০) কবিতা বিষয়ে আমার মন্তব্য/পরামর্শ/অনুরোধ-  
আপনার এ জাতীয় লেখায় আসর আগামীতে আরও সমৃদ্ধ হবে আশা করি।  
---------------------------------------------------------------------------
*কবি আমার শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন।
**আসরের কবিদের কাছে আমার অনুরোধঃ এই আলোচিত পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে নীচে সযত্নে উল্লেখ করবেন। তাছাড়া যে কোনো গঠনমূলক মতামত থাকলে আন্তরিকভাবে জানাবেন।