ভাঙতে ভাঙতে গড়েই ফেলেছি নতুন স্বপ্নখানি
ছুটতে ছুটতে থামতে শিখিনি মেনেছি অমর বাণী।


বলতে বলতে বুঝে গেছি সব না বলা যতই কথা
চলার পথেতে এসে আনন্দ মনে নেই ব্যর্থতা।


হারতে হারতে জিততে ভুলেছি নেমেছি অনেক নীচে-
কখন যেন গো পিছনে পড়েছি থেকে গেছি সেই পিছে।


বাঁচতে বাঁচতে ভুলেছি মৃত্যু ভুলে গেছি সেই হাসি;
কাঁদতে কাঁদতে চোখেতে কাজল কান্নায় ভালোবাসি।


আজ বুঝি আমি হেরেই গিয়েছি হার থেকে আমি শিখব
তোমার সুখের বারান্দাতেই অমর কবিতা লিখব।


দেখতে দেখতে কতই দেখেছি শুনতেই ঝালাপালা-
গোছাব যে আমি শতেক সে ফুল তোমাকেই দেব মালা।