হেঁটে গেছ সেই সকালের কালে-
কোথায় গিয়েছ জানি না!
সেই রাঙাশাড়ি, সেই চেনা রূপ
মন থেকে কেন মোছে না।!


দেখেছি তোমায় আবেগেতে চেয়ে
সোনাঝরা সেই রূপটা-
নাচের তালেতে নূপুর বাজিয়ে
কাঁপিয়ে দিয়েছ বুক টা।


চেয়ে আছি পথে আষাঢ়ের মেঘে
কখন ফিরবে বাড়ি;
চলে আসে যদি বাদলবাতাস
ভিজিবে তোমার শাড়ি।


চেয়ে চেয়ে প্রিয় কেটে গেছে বেলা-
চারিদিকে মেঘযোগ;
অবশেষে এলে ভেজাপথ দিয়ে
বাদলেতে সম্ভোগ।