আহা, কত রাত পর-
কত স্নিগ্ধ আলোরা খেলা করে গেলো।


অথচ, কত ঘোর অমাবস্যায় কেটেছে জীবন,
কত পূর্ণিমার চাঁদ লুকিয়ে ছিলো
ঘন মেঘের আড়ালে।
কত ডাহুক, পেঁচা ঘুমিয়ে ছিলো
নিঃশব্দ রাতের আঁধার মেখে।


আর আজ? আহা কত রাত পর-
কত মধুর কণ্ঠ শুনিয়ে গেলে তুমি!
সেই ঘুম ভাঙ্গানো সুর।
সেই চঞ্চল হাসি, সেই খেয়ালী আলাপন
লাল শাড়ী, নীল চুড়ির গল্পে লিখা জীবন।
খুনসুটির আড়ালে আড়ালে প্রেমাবেগ
অবেলায় পিছনে ফিরে দেখার ডাক।


অথচ একদিন,
কত স্বপ্নের মুঠি ধরে এঁকেছি জীবন।
ঠোঁটে ঠোঁটে ছুটেছে কত ঝগড়ার ফুলঝুড়ি,
কত মায়া, কত ভালোবাসার কাড়াকাড়ি।
কত অজানা স্পর্শের স্বপ্ন শিহরণ
কবিতার পরতে পরতে কত উচ্ছ্বাস
আবেগের বৈঠায় কেটেগেছে কত ঢেউ
নিঃশব্দ নদীর অজানা স্রোত।


আর আজ? আহা কত রাত পর!
প্রিয় ধ্রুবতারা,
তোমার ক্লান্তিহীন সাদাকালো প্রেমের
গহীনে খুঁজে পাওয়া সোনালী পটভূমি শুনে
নিশুতি রাতের করুন কান্না ভুলে গেছে
জড়াজীর্ণ শহরের পেঁচা।
মন্ত্রমুগ্ধ মায়াজালে বন্ধী অতৃপ্ত আত্মা
হাসির ছটায় বেজে উঠলো মায়াবী কবিতা।