বৃষ্টির ফোটায় অশ্রু ঝড়ে
নীল আকাশ কাঁদে বারেবারে,
রোদ পালানোর ধুম পড়েছে
পাতাগুলো সব ক্লান্ত গাছে।


জলের উপড়ে হলদে চাদর
কাদা রাস্তায় পিছলে আচড়,
মন্থর কাজে উপায় ভিন্ন
কমে গেছে নরে পদচিহ্ন।


অলস বোকায় ঘুমের দেশে
বুদ্ধিরা বই কলমে হাসে,
ভবঘুরেদের কষ্ট বেজায়
বর্ষা ঋতু এমনি সাজায়।


-(১০ই জুন, ২০১৬)