আজি এ কেমন বাদল
নেই বৃষ্টির ঘনঘটা।
অঝোর ধারায় নামবে বারি
নাচিবে আমার হৃদয় কোটা।


রোদ বৃষ্টির আজব খেলায়
প্রানিকুল আজ পায়না দিশা।
নদিগুলো যেনো তৃষ্ণায় কাতর
সবুজ ধরণীর মিথ্যে আশা।


বৃক্ষরাজি অসহায় যেন
মানব সেবায় মন বসেনা।
আকাশ পানে অচেতন হয়ে
অশ্রু বিলিনে বারি প্রার্থনা।


দিবাকর তোপে শ্বাসিত হয়ে
মেঘমালা আজি বড় অসহায়।
কর্ম দিবসে বাদল আসিবে
স্মৃতিগুলো হবে রোমাঞ্চময়।


-(৩০শে আগস্ট, ২০১৩)