আজ আমার জন্মদিন।
না, উদযাপনের জন্য নয় —
এই দিনটা স্মরণ করিয়ে দেয়
জীবন কতটা কমে গেল আরেকটু।

আমি হাঁটছি…
সময় পেছনে পড়ে থাকছে,
আর সামনে কেবলই নিঃশব্দ পতন।

তবুও দোয়া কোরো —
যেন এই ক্ষয়িষ্ণু জীবনে
একটুখানি ছাপ রেখে যেতে পারি
কোনো এক শূন্য পাতায়,
যেটা কেউ হয়তো একদিন পড়বে… ধীরে।