আমি মৃগাঙ্ককে স্পর্শ করতে চেয়েছি
পারিনি বলেই অভিমানী,
হয়তোবা সে আমার জন্য নয়!
আমি পাখিকে দেখেও উড়তে চেয়েছি
তাও পারিনি বলে দুঃখিত!


অভিমানী হইও না যদি জয়ী হতে চাও!
একবার দেখ উদার পৃথ্বীরাজের দিকে,
তার আলো বায়ু জল শুধু বিলিয়ে অভ্যস্ত
বিনিময়ে কিছুই চাইনি নিতে!


এসো বিলিয়ে দিয়েই যায়
করুণাপূর্ণ ক্ষিতির মতো!
সত্যিই- সবার সবকিছু পেতে নেই!
আমার যা পাওয়ার পেয়েছি হয়তো
আর তাতেই সন্তুষ্ট থাকা শ্রেয়!


তাং- ২০/০৬/১৯ ইং