স্মৃতিতে আজ অম্লান তুমি জন্মদাতা পিতা,
কোথায় পাবো খুঁজে তোমায় এই জনমই বৃথা!
আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে পথ দেখালে তুমি,
ঐ আকাশের তারা হয়ে করলে ত্যাগ এ ভূমি।


কতো আশা বেঁধেছিলে মানিক রতন নিয়ে,
বিফল হলো সবি যেন শূন্যে তুমি গিয়ে।
সোনার খাঁচা পড়ে আছে কালের সাক্ষী বয়ে,
মাথার ছাতা ধরবে কে আর বাবার আসন হয়ে!


সুখ কামনায় সব সময়ে অপার কৃপা তোমার,
নিজের দুঃখে চাওনি দয়া এতটুকু কারোর।
সংসার সাগর পাড়ি দিতে করলে কতো কষ্ট,
এক জীবনে শোধ হবে না যতই করি ইষ্ট।


শত আঘাত ঝড়-ঝাপটা বুঝতে দেয়নি যিনি,
অনায়াসে আগলে রেখে এগিয়ে নেন তিনি।
তোমার আশা ভালোবাসার পৃথিবীটা আছে,
আশীর্বাদে ধন্য কর সুখে যেন বাঁচে।


তাং- ১৬/০৬/১৯ ইং