মুক্তির ডানা মেলেছিল সেদিন,
স্বাধীন ভাবে বাঁচার স্বপ্ন!
উন্মুক্ত আকাশ, বাতাস
ডানা মেলা সাদা কবুতর,
বয়ে নিয়ে যাবে- শান্তি বার্তা।


বন্দী খাঁচা খুলে যাবে সব,
যাতনার হবে অবসান।
পরাজয়- নির্বাসন নেবে!


সুখ-দুঃখ প্রতিযোগি হয়!


মুক্তির আশ্বাসে নিঃশ্বাস নিবে বৈকি!
জীবনের প্রাণ বায়ু উড়ে যায়,
শকুনি মামার শ্যেন দৃষ্টি!


ইতিহাস চির সাক্ষী হয়ে বেঁচে আছে;
নেই শুধু মুক্তিকামী!


তাং- ০৩/১১/১৯ ইং