নৈসর্গিক শোভা মায়াময় ময়দানে
কতোই না লীলা খেলা বয়ে আনে
এই ধরণীতে।


ঘন পাহাড়ি লতার আলিঙ্গনে
বুনো গাছ গুলো এক স্বপ্ন সুখে
বেশ আত্মহারা।
বাতাসের সঙ্গে হেলেদুলে মগ্ন,
পরম আনন্দে লতাগুল্ম বনাঞ্চলে
আজ মাতোয়ারা।


বুনোফুল নৃত্যরত অপার পুলকে,
সারি সারি গাছপালা অবারিত
কৃষ্ণচূড়া লালে লাল!


এদিকে পড়ন্ত বিকেলের ক্লান্তি
হাতছানি দিয়ে- বিদায়ের পথে।
মেঘ দল নানা সাজে সজ্জিত হয়েই
ভালোবাসার ময়ূরী এঁকে চলে!


শান্ত নদী বয়ে নিয়ে যায় তরী,
কর্ম ক্লান্ত পথিক চলেছে নীড়ে।


মাঝি ভাটিয়ালি গানে এক
দারুণ লহরী তুলে- ছুটে যায়
গন্তব্যের দিকে!
প্রকৃতির অতুলনীয় সৌন্দর্য
আর দীপ্তি যেন অতি লোভনীয়!


তাং- ২০/০৮/১৯ ইং