হৃদয়ের কোণে বাজে খুশির নিনাদ,
শরতের পারিপাট্য আনে সুসংবাদ!
আকাশে বাতাসে শুনি আগমনী সুর,
মহা সুখে পল্লবিত তরুরাজি দূর!


জলধির জল স্ফীতি নৃত্য কলতান,
মিতালি বন্ধনে আজি অতি ঐকতান।
পক্ষীরাজ দোলা দেয় শঙ্খধ্বনি শুনে,
চাতক বৃষ্টিতে ভিজে প্রীতি নিবেদনে।


আবাল বনিতা বৃদ্ধ দিন গোনে আজ,
শারদীয়া দুর্গোৎসবে মনোরথে সাজ!
মৃৎ শিল্পী নিযুক্ত রয় প্রতিমা নির্মাণে,
নিখুঁত পটুত্ব ছোঁয়া নিবিষ্ট ব্যাপনে।


শিউলি সৌরভে মাতে শরতে সকল,
সাদা ও কমলা রঙে বিছানো ভূতল।
সমারোহে সুখ আসে মানবের মনে,
ক্লিষ্টজন ধরাধামে আনন্দেরি সনে।


তাং- ০৯/০৯/১৯ ইং