বেঁচে থেকে আছে মরে,
শুধু কথা বলে নড়ে চড়ে।
বুঝেনা সে নিজের ভালো,
দেখেনা আশার আলো।
হয়না মুখর অন্যায় প্রতিবাদে,
সয়ে চলে সব নির্বিবাদে।
হারিয়েছে মেরুদন্ড ,
কথায় সাহসী প্রচন্ড।
খেটে খেটে রক্ত হলো জল,
ছলেদের বাড়ে কেবল বল ।
এভাবে চলবে আর কতকাল!
চল্ অজুত পায়ে এগিয়ে চল্,
ভাঙ স্বেচ্ছাচারীর গ্যাড়াকল।