জীবনের এই আজব মেলায় ,
গান গেয়ে চল্ দরাজ গলায় ।
আয় ছুটে আয় আলোর ভেলায় ,
পাল তুলে ছুট দিনের আলোয়।
নামবে যখন সন্ধ্যা আঁধার ,
পাড়ি দিতে হবে ভয়ের পাহাড়।
গড়ে নিতে হবে মানব বন্ধন ,
করোনাকো বসে শুধুই রোদন।
এগিয়ে চলোরে জীবন গলিতে,
গান গেয়ে যাও মুক্ত চিত্তে ।
ভয়হীন মনে যাওরে এগিয়ে ,
আসবে যে আলো আঁধার পেরিয়ে ।