শুরু হয়েছিল ভোরের আলোয় পথ চলা,
দিয়েছিল বুকে কত ভালো লাগার দোলা।
মধ্যাহ্নের তীব্র দহন জ্বালা,
শুকিয়ে দেয় যত স্বপ্ন গাঁথা মালা।
সায়াহ্নের সাঁঝবাতি জাগায় মনে কত সব স্মৃতি।
সাঁঝ আকাশে জ্বললে তারা মিটি মিটি,
হয় যে মনে মন চাচ্ছে হিসেব খুঁটি নাটি।
আঁধার রাত আনে যখন কালো ,
কোন অজানায় ভেসে যায় মনের সব আলো।