আমি বামপন্থী,
নাহ্, সংসদের বাম দিকে বসার সৌভাগ্য হয়নি আমার কোনদিন
ইচ্ছে বা সুপ্ত বাসনা নেই মনের কোনে যদি ভাগ্যে জোটে কষ্মিন,
তবে লড়াই জারী থাক প্রলেতারিয়েতের হয়ে
মিছিলটা চলতে থাক সর্বহারার জয়ে,
শ্রমজীবি মানুষগুলো যতদিন ঘাম ঝরাবে
তিলে তিলে গড়বে পাহাড় বঞ্চনার,
যতদিন মরবে মানুষ থাকবে বেঁচে অনাহার
আমি বামপন্থী হয়ে রাস্তার মোড়ে
চেতনায় শান দেবো ফ্যাসিষ্টদের ভিড়ে ।
যতদিন পৃথিবী কাঁদবে মায়ের আঁচল ধরে
"বৈষম্য টা ঘুচিয়ে দাও", ততদিন রাজ পথের ঠিকানাটা
থাকবে আমার হয়ে ;
লাল পতাকা যদি মুছে দিতে পারে
মায়ের চোখের জল, বাবার বুকের ঘামের গন্ধ,
যদি মুছে দিতে পারে জাতের বিভ্রান্ত !
তবে থাক কাঁধে ঐ রক্তে ভেজা লাল জামাটা
একমুঠো ভাত, দুমুঠো কাপড়, তিন মুঠো শিক্ষা
আর মাথার উপরের এক রদ্দি ছাদের কথা যদি বলে
তবে ঐ লাল পতাকা দিও আমার শবে ।
আমি যেনো বেঁচে থাকি তাহাদের ভিড়ে
একজন বামপন্থী, একজন কমরেড হয়ে ।