ইচ্ছে হল, একটা চুমু খাব
ঠোঁট দুটো আধুনিক পরিমাপে
কয়েক'শ সেন্টিমিটার দূরত্বে  ।
মাঝখানে একটা উত্তাল নদী
ভরা যৌবনে যা কিছু সব
আবর্জনা পাপ নিয়ে বইছে...
অথচ আমার দৃষ্টিতে তোমার
ঠোঁট দুটো আধুনিক পরিমাপে
কয়েক'শ সেন্টিমিটার দূরত্বে  ।


কতক সেঃ মিঃ পেরিয়ে
একটা পাহাড় উন্নত শিরে ঠায় দাঁড়িয়ে
মেঘের সাথে আলিঙ্গন করছে ...
অথচ তুমি হাসছ আধুনিক পরিমাপে
কয়েক'শ সেন্টিমিটার দূরত্বে  ।


পাহাড় নদী পেরিয়ে শূন্য আকাশে
আমার ইচ্ছে ঘুড়ি ডানা মেলে উড়ে যখন
সীমানায় বিহ্বলতা লুটোপুটি খাচ্ছিল
অমনি তোমার রূপের অতিমানবীয়তা
ধনের প্রাচুর্যতা এবং দাম্ভিকতা ;
এক লহমায় দূরে ঠেলে দিল
অথচ তুমি আধুনিক পরিমাপে
কয়েক'শ সেন্টিমিটার দূরত্বে  ।


আমার এ দুর্বলতা
তোমার ক্যানভাসে কাপুরুষতা
আর তাঁর কবিতার কাব্যশৈলীতা
আধুনিক পরিমাপে যে রয়েছে
কয়েক'শ কিলোমিটার দূরত্বে  ।


আমার প্রেম - আদর - যৌনতা
অপ্রকাশিতই থেকে যায়
আমার ঘরের রেকে সাজানো
পাণ্ডুলিপিদের মতো-আপন মনে কথা কয় ।