বেলাভূমি আমার খুব ভাল লাগে,
প্রিয় বালুচর।
এখানে সূর্য স্নান করে রোজ
পাপ - পূন্য বিস্তর।


অপরাধের লকলকে জিহবা,
গিরগিটিদের পাশাপাশি বাস।


এক ঘটি জল ঢালে রোজ
কখনো তর্পন কখনো সর্বনাশ ।


লালিমার উপভোগ সকাল কিংবা সন্ধ্যা  
রোধিধারার লাল রং নিরবে  মিশে যায় ।


বালুচর প্রিয়,
ওখানে সমস্ত হিসেব নিকেশ লিখে
নিমিষেই মুছে ফেলা যায়।


মেয়েটা ঝিনুক কুড়াতেই থাকে
মুক্তোর দেখা ক'জন পায়!