একদিন সকালে  হঠাৎ দেখি উঠানে
ছাগল আমার বেশ স্যূট-কোট ফ্যাশানে
পকেটে হাত দিয়ে চূরুট টা মুখে
পায়চারি করছে খুব খুব টেনশানে।
ভ্যাবাচ্যাকা খেতে দেখে তাকায় সে সহাস্যে
দাড়িতে হাত বুলিয়ে  ম্যা-ম্যা করে জিজ্ঞাসে,
অবাক হলেন, মহাশয় মুনিব!
বেশী'ই ফারাক কি আমাতে আর মানুষে ?
আমাদেরও আছে তো সব হাত-পা, মুখ
মাথায় ঘিলু, পাকস্থলী, নাক - কান - চোখ
সাধ সেই কবে থেকে শুধু একবার
মানুষ হই বাবু-মানুষ, পাই সব সুখ।
তোমাদের মুনিব আছে, আছে ক্ষুধা তৃষ্ণা
জ্বালাতন নিপীড়ন ভেদাভেদ  বিতৃষ্ণা
গায়ের জোর,রূপ গুণ,  বেশ ভূষা  
দেব-দেবী, রাজনীতি, ধর্মঘট কি ধর্ণা ।
ভাবি তাই এবার যাই পশুকূল ছেড়ে
হিংসা বিদ্ধেষ করি কিছু মানুষের ভীড়ে
শিক্ষা দীক্ষা যেহেতু  নিস্প্রয়োজন
নেতা মন্ত্রী হই একবার নর-পশু জুড়ে।