এই মানুষ গুহা ছেড়ে
সমাজ বদ্ধ হয়েছিল,
গুষ্টি বদ্ধ জীবন নাকি
অনেক অনেক ভাল ।
এই মানুষ আজকে আবার
গৃহ বন্দি সমাজচ্যূত,
পাশাপাশি থাকলে নাকি
বিপন্ন প্রান, প্রকম্পিত ।
চক্রবৎ ঘুরছে মানুষ
সভ্যতার পরিক্রমন,
পাল্টে সমাজ সংস্কৃতি
বিবর্তিত জীবন যাপন ।
হাজার হোক বেঁচে থাকুক
শ্রেষ্ঠ জীবের অস্তিত্ব,
ধ্বংস হোক অশুভ শক্তি
এই করোনার কর্তৃত্ব ।
আবার এ ভূম উঠবে জেগে
নতুন রূপে রূপান্তর,
মানবতার ভাব আবেগে
জাতি ধর্মের যুগান্তর ।