আজ অনেকদিন, তুর দেখা নেই লাবনী
কোথায় আছিস্ , কেমন আছিস্  বলতো দিকিনি ।
যৌবন কি তুর আগের মতোই আগুন ঝরা কৃষ্ণচূরা
দেহের ভাজে বাস করে কি চাহিদার শুয়ো পোকা !
নিওন আলো এখনো কি তুকেই দেখায় অনন্য
গলির ভেতর ভাড়া করা ঘরটা, আছে কি এখনো ?


অনেকদিন হল বটে
হয়না দেখা, চাঁদ, জ্যোৎস্নায় স্নান , পুষ্প বিতান
কপোত-কপোতির জলকেলী , বৃহন্নলার অভিমান ;
অমানিশা রাতের অভিযাত্রীর দুঃসহ অভিযান
কাঁধে কাঁধ রেখে লড়াই,  পুঁজিবাদের অবসান ।


লাবনী তুই, কেমন আছিস্, কোথায় আছিস্ বল
তুর গা'য়ের ঝাঁঝাল গন্ধটা আজো নাকে অবিকল,
ওহো ! মনে পরেছে, তুর তো এখন একটা বাবু আছে
বাবু'টা কেমন আছে ? আছে কি বেঁচে ?
রেখেছে কি বাঁচিয়ে তুকে ধনে মানে ?
তুই কি বাঁচিয়ে রেখেছিস তাকে , কোমল পরশে !


লাবনী তুই, কেমন আছিস্, কোথায় আছিস্ বল
পূর্ণিমা অমানিশা, জোয়ার ভাটা'র তালগোল পাকানো
দিন রাতির ফারাক ভুলানো , আলো আঁধারির এই অসময়ে
তুকে আমার চাই, তুর যে ভীষণ প্রয়োজন ;
কেননা, সভ্য সমাজ এখন আর পাশে নেই
দগ্ধ গনতন্ত্রের জতুগৃহে উল্লাসে রক্তের হোলি খেলে,
আমার অসহায় দুচোখ আগুনের ফুলকিতে লাবনীকে খোঁজে
মর্যাদা'র লড়াইয়ে তীব্র ভাষা আমি যে শিখেছি তুর থেকে ।