লাবনীর চোখে নীল, ঠোঁটে লাল
গালে আলতো বেগুনীর ছোঁয়া,
চুল কালোতে রেশমী নরম
চোখের কোণে কাজলের ধোঁয়া ;
লাবনী তুই বনলতা সেন
নাকি মার্গারেট !
কোন সে জাদুর
হ্যামিলনের বাঁশিওয়ালা ...
হিজল তমাল মটর শুটির গন্ধে মাখা নকসী কাঁথা
ইতিহাস করে ইট পাথরের ভাজে শব্দের সমাধি চিরে
কেবল তুই...
ডিজিটাল পাতার রন্ধ্রে রন্ধ্রে অবিরত
চোখে নীল, ঠোঁটে লাল
গালে আলতো বেগুনীর ছোঁয়া ...
ষ্টেশানের পাশে, নিওন আলোতে
ভোর রাতের ভ্রান্ত পথিক ক্লান্ত
শ্রান্ত দেহখানা ।
আজকাল মরুভূমির মৃগতৃষা, লাবনীর
চোখের কোণে কাজলের ধোঁয়া ।