আমার ঈশ্বর আক্রান্ত আজ
তোমার ঈশ্বর হাসে,
আমার ঈশ্বর বিদ্যাসাগর
তোমার ঈশ্বর লাশে,
আমার ঈশ্বর ভাষা শেখায়
তোমার ঈশ্বর ভাঙ্গে,
আমার ঈশ্বর কলেজ মোড়ে
তোমার ঈশ্বর শৃঙ্গে,
আমার ঈশ্বর পরম্পরায়
তোমার ঈশ্বর ধর্মে,
আমার ঈশ্বর আধ্যাত্মিক
জীবে প্রেম -কর্মে ।
আমার ঈশ্বর নোবেল আনে
রক্ত মাংসের মানুষ,
তোমার ঈশ্বর দাঙ্গায় ব্যস্ত
ধর্মান্ধতার ফানুস।
আমার ঈশ্বর বাস্তবিক
পথে ঘাটে শ্রমিক,
তোমার ঈশ্বর কাল্পনিক
কিংবা পৌরাণিক,
আমার ঈশ্বর নাস্তানাবুদ
অনাহারের হীনাঙ্গে,
তোমার ঈশ্বর আজব অদ্ভুত
মন্দির-মসজিদ ভাঙ্গে ।
আমার ঈশ্বর বিরাজমান
কৃষ্টি মর্মর মূর্তিতে,
তোমার ঈশ্বর কীর্তিমান
রক্ত হোলির ভক্তিতে।
আমার ঈশ্বর ভেঙে চৌচির
রাজপথে রাজধর্মে,
তোমার ঈশ্বর ধীর স্থির
সিংহাসনে , আশ্রমে ।
আমার ঈশ্বর বস্তির মোরে
কলাপাতার ছাউনী,
তোমার ঈশ্বর পাঁচ তলাতে
এসি ঘরের তিনি,
আমার ঈশ্বর পান্তা খায়
তোমার ইশ্বর পান্তোয়া,
আমার ঈশ্বর তেলের পিদিম
তোমার ডিজিটাল ধোঁয়া ।
আমার ঈশ্বর বিশ্বে বিরাজ
তোমার ঈশ্বর তোমার,
আমার ঈশ্বর নিঃস্ব সমাজ
দয়ার অকূল পাথার ।
আমার ঈশ্বর তোমার ঈশ্বরে
বিভেদ যতই থাকে,
অদৃশ্য অন্তর্যামী ঈশ্বর
রেহাই দেবেনা কাউকে ।