পাল্টাপাল্টি, ভাঙ্গাভাঙ্গি, হুরোহুরি দৌড়
দিন গেল রাত হল তারাতাড়িই ভোর
ইঁদুর দৌড়, ঘোড় দৌড়, টানাটানি গরুর
বাহু তোলে সবাই নাচে, সবাই নিতাই গৌর ।


পদ্ম ফোটে সুর্য উঠে শিশির জমে ঘাসফুলে
হাতের পরশ পেয়ে সরস প্রদেশ'রা ঋণ ভুলে
ইচ্ছে পাখি ডানা খোলে দখিনা বায়-এ দোলে
জ্যৈষ্ঠের আকাশ আবিরে ঢাকা, মেঘেরা বাউন্ডুলে ।


যোগ-বিয়োগ পাটীগণিত, ভোগ রসের রসায়ন
ধা-তিন ধা-তিন পাল্টি খাচ্ছে ,মূল্যবান যোগাসন
জ্যোতিষ নাড়ে ইতিহাস, প্রযুক্তিবিদ মহারণ
রাজা-বোজা মজা করে, ফাঁপরে কাঁদে জনগণ ।